ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে : তাপস

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ , ০১:০৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

তাপস বলেন, সাম্প্রদায়িকতা যদি আবার মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে আমরা মুক্তিযুদ্ধের সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব না। তাই আমাদেরকে দেশপ্রেমে জাগ্রত হতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বাংলার মাটিতে পা না রাখতেন, তাহলে বাঙালি জাতির স্বাধীনতা পূর্ণতা পেত না।  

এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আবদুন নূর দুলাল প্রমুখ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |