ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, আত্মহত্যার হুমকি প্রেমিকার

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ , ১০:২১ এএম


loading/img
প্রতীকী ছবি

পাবনার সুজানগর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রেমিকা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) থেকে উপজেলার ভায়না ইউনিয়নের সাহাপুর গ্রামে প্রেমিকার বাড়িতে অবস্থান করছেন তিনি। 

অভিযুক্ত ব্যক্তি সাহাপুর গ্রামের তফিজ উদ্দিনের ছেলে হোসেন উদ্দিন খা ওরফে তুষার। তিনি গত বছর এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। 

বিজ্ঞাপন

প্রেমিকা জানান, আমাদের গ্রামে আসা-যাওয়া আছে তুষারের। সেখান থেকে পরিচয় পরে আমাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ৪ বছর থেকে আমরা পাবনা শহর ও সুজানগরের বিভিন্ন এলাকায় ঘুরতে গেছি। তুষার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় আমি বাধা দিই। তবে সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরে আমি তুষারকে বিয়ের কথা বলায় সে তার পরিবারের কথা জানায়। 

তিনি আরও জানান, তুষারের পরিবার রাজি না হওয়ায় আমাকে তার বাড়িতে আসতে বলে। আমি গত বৃহস্পতিবার তার বাড়িতে আসলে তার মা-বাবা তাকে বাড়ি থেকে ভয়ভীতি দিয়ে অন্য কোথাও নিয়ে গেছে। এখন প্রতিশ্রুতি মতো আমাদের বিয়ে না হলে আমি আত্মহত্যা করব।

বিজ্ঞাপন

এ বিষয়ে অভিযুক্ত প্রেমিকের বাবা তফিজ উদ্দিন জানান, আমি এই বিষয়ে কিছু জানি না। স্থানীয় ব্যক্তিবর্গদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, আমরা ওই মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে তুলে দিয়েছিলাম। মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক, তাই তার দাবির বিষয়ে আইনগত কোনও ভিত্তি নেই। এখন মেয়ে ফের ছেলেটির বাড়িতে গিয়েছে কিনা আমি জানি না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |