• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

মানব সেবায় নিয়োজিত থাকতে চান মহিন

আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৩, ২৩:৩০
মাইনুল ইসলাম মহিন। ছবি : সংগৃহীত

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’ গানের এই লাইনগুলো বাস্তবে মিলে যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার তরুণ মাইনুল ইসলাম মহিনের জীবনের সঙ্গে। নিজ এলাকার পাশাপাশি উপজেলার হতদরিদ্রদের বিভিন্ন সহযোগিতা করেন কোনো স্বার্থ ছাড়াই।

দাউদিকান্দি উপজেলার এই তরুণ ২০১৫ সালে বরকোটা স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। একই প্রতিষ্ঠান থেকে ২০১৭ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেন। এরপরই জড়িয়ে পড়েন আওয়ামী লীগের রাজনীতিতে। কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি। একই সাথে দায়িত্ব পালন করছেন উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহসভাপতি হিসেবে।

জানা গেছে, মহিন একজন ব্যবসায়ী। ব্যবসার লভ্যাংশ থেকে মূলত গরিব-দুঃখী মানুষের সেবা করেন। করোনা মহামারীর সময় মানুষ যখন বাড়ি থেকে বের হতে ভয় পেত; তখন তিনি খাদ্য সামগ্রী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। অনেককে অর্থ দিয়েও সহায়তা করেছেন তিনি।

মহিন জানান, আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করি। ব্যবসায় যা লাভ হয় তাই দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি। ব্যবসার টাকা দিয়ে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়েছি। মানুষের সহায়তায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এই তরুণ আরও জানান, আমি বঙ্গবন্ধু আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়েছি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের হয়ে জনগণের সেবা করতে চাই। দল আমাকে ভালোবেসে জেলা ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব দিয়েছে। নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে যাচ্ছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮
কুমিল্লায় প্রকাশ্যে ‘কিশোর গ্যাংয়ের’ অস্ত্রের মহড়া
কুমিল্লা দক্ষিণ ও নাটোর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে: হাসনাত