প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চিলাহাটি রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভারতের হলদিবাড়ি থেকে ছেড়ে আসা মিতালি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে এ লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে চিলাহাটি স্টেশনের আধা কিলোমিটার দূরে একই লাইনে থাকা মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের। এতে ঢাকার সঙ্গে চিলাহাটির ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
চিলাহাটি স্টেশন মাস্টার নাজনীন পারভীন গণমাধ্যমকে জানান, দুপুর আড়াইটার দিকে চিলাহাটি থেকে মিতালি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।