ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির সময় গ্রেপ্তার ৫

আরটিভি নিউজ

শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ , ০৪:৩৭ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (২৮ জানুয়ারি) উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এ তথ্য জানান। 

তিনি বলেন, আবদুল্লাহপুর থেকে আশুলিয়াগামী এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, সন্তু ঘোষ, রাম প্রসাদ দত্ত, মো. দেলোয়ার হোসেন, মো. মনিরুল ইসলাম ও মো. বাবু গাজী। 

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, চাপাতি, লোহার রড, দুটি জ্যাকেট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

 বদরুজ্জামান জিল্লু আরও জানান, তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তুরাগ থানায় মামলা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |