সংশোধন নয়, মাধ্যমিকের পাঠ্যপুস্তক বাতিলের দাবি জানিয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
রোববার (২৯ জানুয়ারি) দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি জানান।
রেজাউল করিম বলেন, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উসকানি, তথ্য ও ইতিহাস বিকৃতি এবং ইসলামকে ভিনদেশি সাব্যস্ত করা ও প্লেজারিজমের মতো নিন্দনীয় কাজের আশ্রয় নেওয়া হয়েছে।
তিনি বলেন, পাতায় পাতায় ইংরেজি ও বাংলা বানানে ভুল, শাব্দিক অর্থে ভুল, ইতিহাসের তথ্যে ভুল, বঙ্গবন্ধুর পিতার নামে ভুল। এ সমস্ত ভুলে ভরা পাঠ্যবই থেকে শিশুরা ভুল শিখবে।
চরমোনাই পীর বলেন, সত্যনিষ্ঠ শিক্ষাবিদ ও ওলামাদের সমন্বয়ে নতুন করে বই লিখতে হবে। একইসঙ্গে ভুলে ভরা বই রচনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ সময় দাবি আদায়ে দুই দফা কর্মসূচিও ঘোষণা করেন রেজাউল করিম। তিনি বলেন, আগামী ৩ ফেব্রুয়ারি সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ এবং ১০ ফেব্রুয়ারি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের সঙ্গে গোলটেবিল বৈঠক করা হবে।