• ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১
logo

ইসলামী দলগুলোর ভোটবাক্স একটি করতে কাজ চলছে: রেজাউল করিম

আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩১
ইসলামী দলগুলোর ভোটবাক্স একটি করতে কাজ চলছে: রেজাউল করিম
সংগৃহীত ছবি

আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটি করতে কাজ চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত নগর সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় সকল ইসলামী দল এক হয়ে নির্বাচনী জোট করার ব্যাপারেও আশা প্রকাশ করেন রেজাউল করিম।

তিনি বলেন, ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল, সেটি আর হতে দেওয়া হবে না। বাংলাদেশের বেশির ভাগ মানুষ দেশে ইসলামী শাসন দেখতে চায়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেমের পরিবর্তন হয়নি।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর
নির্বাচনের জন্য সংস্কার, আবার সংস্কার শেষে নির্বাচন দরকার: জোনায়েদ সাকী
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের
সংস্কার সংক্ষিপ্ত হলে বছরের শেষে নির্বাচন: ড. ইউনূস