দোকানের মালামাল কিনতে ঢাকায় এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন ব্যবসায়ী মো. শুক্কুর আলী (৪৫)।
রোববার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে রাজধানীর কলাবাগান এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা-পয়সা খোয়া গেছে তার।
অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে মো. শুক্কুর আলীর পাকস্থলী ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
শুক্কুর আলীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন মো. রানা মিয়া।
তিনি জানান, শুক্কুর আলী দোকানের জন্য সাইকেল কিনতে কুয়াকাটার আলিপুর থেকে ঢাকায় আসেন। সাইকেল কিনে গ্রামে ফেরার জন্য গুলিস্তান থেকে বাসে ওঠেন। বাসের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা কিছু খাইয়ে তার কাছে থাকা সবকিছু নিয়ে নেয়। আমরা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। তার পাকস্থলী ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।