ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সাংবাদিকরা উদ্ধার করল অমূল্য পুরাকীর্তি 

আরটিভি নিউজ

বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ , ০৮:৫৫ পিএম


loading/img

রাজধানীর দক্ষিণখান থেকে মহামূল্যবান পুরাকীর্তি উদ্ধার করেছে স্থানীয় কয়েকজন সাংবাদিক। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নির্মাণাধীন একটি বাড়ি থেকে এটি উদ্ধার করে পুলিশের বিশেষ গোয়েন্দা সংস্থা (এসবি)-এর মাধ্যমে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

দক্ষিণখানের মধ্য গাওয়াইর এলাকায় ভবন তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে মেলে কুচকুচে কালো রঙের একটি গণেশ মূর্তি। বাড়ির মালিক এটি দেখে ভয়ে হতভম্ব হয়ে পড়েন এবং এটি অন্যত্র সরিয়ে ফেলেন। এমন বিষয়টি জানতে পেরে গতকাল রাত ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন সাংবাদিকরা। এলাকায় অনুসন্ধান করে খুঁজে বের করেন বাড়ির মালিককে। সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে তাদের কাছে শিকার করেন এবং এটি উদ্ধারে সাংবাদিকদের সহায়তা করেন। 

এসময় সাংবাদিকরা দক্ষিণখান থানা পুলিশকে বিষয়টি অবহিত করলেও কোনো রকম সহায়তা না করায় বাধ্য হয়ে যোগাযোগ করা হয় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) উত্তরা জোনের উপপরিদর্শক শেখ মো. রাসেলের সাথে। 

বিজ্ঞাপন

তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা এডিশনাল এসপি এহসানুজ্জামানকে সাথে নিয়ে রাষ্ট্রীয় সম্পদ ও সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দিতে ঘটনাস্থলে পৌঁছান রাত আনুমানিক ১টার দিকে। তারা বিষয়টি প্রত্নতাত্ত্বিক নিশ্চিত হওয়ার পরে দক্ষিণখান থানা পুলিশকে জানালে থানার উপপরিদর্শক এসআই মোতালেবের নিকট রাত আনুমানিক ৩টার দিকে মূল্যবান এই কষ্টি পাথরের গণেশ মূর্তিটি হস্তান্তর করা হয়।

রাত ১০টা থেকে ২টা পর্যন্ত চলা এই অভিযানে অংশ নেয় দৈনিক খোলা কাগজের প্রতিবেদক মাহফুজুল আলম খোকন, দৈনিক যুগান্তরের প্রতিবেদক সাইফুন নূর শুভ, বার্তা বাজারের প্রতিবেদক তানজিম মাহমুদ তনু, দৈনিক গণজাগরণের প্রতিবেদক যোবায়ের হোসাইন। 

মূর্তিটি স্থানীয় স্বর্ণকার পরীক্ষা করে এটি কষ্টি পাথর বলে শনাক্ত করেন। রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারের জন্য সাংবাদিকদের প্রশংসা করেন দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |