• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই
ফাইল ছবি

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে এক চালকের গলা কেটে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ওই ইউনিয়নের বকশীপুর রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ভ্যানচালক উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের লুৎফর শেখের ছেলে নয়ন শেখ (২৫)।

জানা গেছে, বুধবার বিকেলে নয়ন বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশে সংবাদ দেয়। এ সময় পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, নয়ন আমার পরিচিত। বুধবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সংবাদ দেয়। পরে পুলিশকে জানানো হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের যেকোনো সময় তাকে হত্যার পর ভ্যান ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের সুপ্রিম কোর্টে দুই বিচারপতিকে গুলি করে হত্যা
একমাত্র সঞ্জয়ই দোষী, সাজা ঘোষণা সোমবার  
এসএসএফের ডিজির বিরুদ্ধে অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগ, যা জানাল প্রেস উইং
সাইফকে হাসপাতালে নেওয়া সেই অটোচালক যা বললেন