ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত, আটক ১০ 

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ , ০৫:২৫ পিএম


loading/img
ফাইল ছবি

বগুড়ার একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১০ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মাটিডালি বিমান মোড় এলাকায় টাইম স্কয়ার থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন পুরুষ। 

পুলিশ জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাদের আটক করা হয়। বিকেলে গণ উপদ্রবের অভিযোগে তাদের আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: নরসিংদীর জোড়া খুন চালিয়ে দেয়া হয় দুর্ঘটনা সাজিয়ে : পিবিআই

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে ৯৯৯-এ কল আসে শহরের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজ চালানো হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৭ নারীসহ ১০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |