ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রাজশাহী, আরটিভি নিউজ

রোববার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ , ০২:৩৩ পিএম


loading/img
ফাইল ছবি

রাজশাহীর বাঘায় বাবার বাড়িতে বেড়াতে যেতে না দেওয়ায় স্বামীর ওপর অভিমান করে প্রিয়া খাতুন (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১১ ফেব্রুয়ারি) নিজ শয়নঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত প্রিয়া খাতুন বাউসা ইউনিয়নের দিঘা দাবিয়াতলা গ্রামের ইসলাম আলীর স্ত্রী।

বিজ্ঞাপন

জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা দাবিয়াতলা গ্রামের ইউসুফ আলীর ছেলে ইসলাম আলী ইটভাটায় কাজ করতে পাবনা সদর এলাকায় যান। সেখানে পরিচয় হয় প্রিয়া খাতুনের সঙ্গে। একপর্যায়ে প্রেম করে পরিবারের অমতে তারা বিয়ে করেন।

তার পরও পরিবারের পক্ষ থেকে তাদের বিয়ে মেনে নেওয়া হয়। তাদের সংসার ভালোই চলছিল। প্রিয়া খাতুন বাবার বাড়ি পাবনাতে বেড়াতে যেতে চায়। কয়েক দিন পর যেতে চাইলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। এ দ্বন্দ্বের জের ধরে পরিবারের অজান্তে নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন বাঘা থানার পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মূল কারণ জানা যাবে। আপাতত এই ঘটনা ইউডি (অপমৃত্যু) মামলা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |