ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

আখাউড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়া (উত্তর) সংবাদদাতা, আরটিভি নিউজ

রোববার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ , ০৪:১৩ পিএম


loading/img
আখাউড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরে ডুবে সাইবা মারোয়া নামে (১৫ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাউতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশু সাইবা মারোয়া ওই গ্রামের মো. ওয়াসিম মিয়ার মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকালে বাড়ির বাইরে খেলতে যায় শিশু সাইবা মারোয়া। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন শিশুর চাচি। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্বজনদের ধারণা, শিশুটি বাড়ির বাইরে খেলতে গিয়ে কোনো একসময় পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। 

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফয়জুন্নেছা আমিন পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |