ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:২১ পিএম


loading/img
ফাইল ছবি

সুনামগঞ্জে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রকিব (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া বাজার এলাকায় সুনামগঞ্জ জগন্নাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধা আক্তাপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত মোটরসাইকেল আরোহী হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। তবে এখনও তার নাম-ঠিকানা জানা যায়নি। 

বিজ্ঞাপন

স্থানীয়দের সূত্রে জানা যায়, জগন্নাথপুর এলাকা থেকে সুনামগঞ্জ আসার পথে আক্তাপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় পথচারী আব্দুর রকিব ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠালে পথেই আব্দুর রকিব নিহত হন। 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মরদেহ সিলেট ওসমানী মেডিকেলে রয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |