ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, শিক্ষক কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মামলার পর তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পিস কোচিং সেন্টারের ভেতরে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি হলেন, শামিম রেজা লিপ্টন (৩৫) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিস কোচিং সেন্টারের পরিচালক ও রেহাইচর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বুধবার ভোরে পিস কোচিং সেন্টারে যায় ভুক্তভোগী কলেজছাত্রী। এ সময় কোচিং সেন্টারের শিক্ষক শামিম তার শ্লীলতাহানি করে। পরে বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান ভুক্তভোগী। পরে বিকেলে ফের কোচিং সেন্টারে যায় ভুক্তভোগী ছাত্রী। এ সময় আবারও শ্লীলতাহানির চেষ্টা করলে স্থানীয়রা টের পেয়ে শামিমকে মারধর শুরু করে। পরে তাকে পুলিশে তুলে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, বুধবার বিকেলে পিস কোচিং সেন্টারের ভেতরে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে অভিভাবক ও স্থানীয়রা শামিমকে বেধড়ক মারধর করে। এ সময় স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ অভিযুক্তকে আটক করেন। পরে একই দিন দিন রাতে কলেজছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন