রাজবাড়ীতে অবৈধভাবে বালুবোঝাই বাল্কহেড থেকে চাঁদা আদায়ের সময় দুইজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পদ্মার উড়াকান্দা এলাকায় বালুবোঝাই বাল্কহেড থেকে বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন- রাজবাড়ী (০২২) নামে টোকেন বই দিয়ে চাঁদা আদায়ের সময় তাদের আটক করে স্থানীয়রা।
আটক ব্যক্তিরা হলেন, রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর এলাকার আজাদ ও লক্ষীকোল রাজারবাড়ি এলাকার সাইদ হোসেন।
পুলিশ জানিয়েছে, তারা দুইজন বেশ কিছুদিন ধরে অবৈধ টোকেনের মাধ্যমে লুৎফর রহমান ও লেলিনের নেতৃত্বে নদীতে চলাচলরত বাল্কহেড থেকে টোকেনের মাধ্যমে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত টাকা আদায় করে আসছিল। এদিনও বালুভর্তি মক্বাকা মদিনা-২ এর জয়নাল, ওমর-১ এর সুকানি সোহানসহ বেশ কয়েকজনের কাছ থেকে বিভিন্ন অঙ্কে টাকা আদায় করেছে। পরে স্থানীয়রা তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ভুয়া ভাউচার বই, টোকেনসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়। পরে তাদের উড়াকান্দা থেকে সদর থানায় আনা হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, খবর পেয়ে উড়াকান্দার নদী এলাকা থেকে তাদের থানায় নিয়ে আসি। তাদের কাছ থেকে টোকেন বই, নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সদর থানায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।