ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সীমান্তে ৩৫ স্বর্ণের বারসহ আটক ২

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ০৮:২৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্তে ভারতে পাচারের সময় ৪ কেজি ১০০ গ্রাম ওজনের ৩৫ স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বেনাপোল সীমান্তের রুদ্রপুর থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- শার্শা উপজেলার আমলাই গ্রামের ইয়াকুব আলী ও একই উপজেলার গোপালপুর গ্রামের আতিয়ার।

বিজ্ঞাপন

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে মাইক্রোবাসে স্বর্ণের চালান আসছে এমন সংবাদ পেয়ে সীমান্ত এলাকায় তল্লাশি চৌকি বসায় ২১ বিজিবির সদস্যরা। এ সময় একটি মাইক্রোবাসের ইঞ্চিনের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৪ কেজি ১০০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৮৭ লাখ টাকা। এ সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |