ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলে অপহরণকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:৩৭ এএম


loading/img

টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। এ সময়  নাহিদ চৌধুরী নামের এক অপহৃতকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তারের পর অপহরণকারীদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়ার রমজান মণ্ডলের ছেলে মহম্মদ মণ্ডল (৪০), সঞ্জু মণ্ডলের ছেলে নাউম মণ্ডল (২০), আনোয়ার হোসেনের ছেলে রনি (১৯), আরজু মিয়ার ছেলে আলম মিয়া (১৯), জমের মোল্লার ছেলে কাশেম মোল্লা (১৯), পারদিঘুলিয়ার মৃত মজিবর মিয়ার ছেলে বাবুল মিয়া (৪০), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নারায়নপুর গ্রামের কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৮), গাজীপুর জেলার মৌচাক চা বাগান গ্রামের (বর্তমানে টাঙ্গাইল শহরের পারদিঘুলিয়ায় বসবাসরত) মো. শাহীনের ছেলে রাকিব (১৯)।

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নারায়নপুর গ্রামের আ. কাইয়ুম রুবেল চৌধুরীর ছেলে মো. নাহিদ চৌধুরীকে (২৫) একই গ্রামের কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল নোমানসহ ১২ থেকে ১৩ জন মিলে কুমিল্লা জেলা সদরের কোতোয়ালি থানা এলাকা থেকে অপহরণ করে। তাকে টাঙ্গাইল শহরের আকুর টাকুর মুসলিমপাড়ার একটি বাসায় আটকে রেখে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দাবির এক পর্যায়ে নাহিদ চৌধুরীর মা মোছা. নাছিমা আক্তার শিমা বিকাশের মাধ্যমে চার হাজার টাকা অপহরণকারীদের কাছে পাঠায়। এতে অপহরণকারীরা ক্ষুব্ধ হয়ে নাহিদ চৌধুরীর ওপর শারীরিক নির্যাতন চালায়। পরে মোছা. নাছিমা আক্তার শিমা কুমিল্লা কোতোয়ালি থানায় বিষয়টি অবগত করলে তারা টাঙ্গাইল সদর থানা পুলিশকে বিষয়টি জানায়।

টাঙ্গাইল থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে নাহিদ চৌধুরীকে উদ্ধার ও অপহরণকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া জানান, অপহৃত নাহিদ চৌধুরীর মা নাছিমা আক্তার শিমা সদর থানায় মামলা করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |