ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সাবেক এমপি তুহিন গ্রেপ্তার

আরটিভি নিউজ 

সোমবার, ২৩ জুন ২০২৫ , ১১:০১ এএম


loading/img
ফাইল ছবি

সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) দিবাগত মধ্যরাতে ঢাকার নবাবগঞ্জে ষোল্লা ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

সোমবার (২৩ জুন) সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে ডিবি ওয়ারী বিভাগের একটি দল।

এদিকে তুহিনকে গ্রেপ্তারের একটি ভিডিও ছড়িয়ে পেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এতে দেখা যায়, সাবেক এই এমপিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় নারী-পুরুষের বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। সাবিনা আক্তার তুহিনকে ঘিরে রাখেন তারা এবং তিনি নির্দোষ দাবি করে গ্রেপ্তার না করার জন্য ডিবি পুলিশকে অনুরোধ করতে থাকেন তারা। এ সময় সাবিনা আক্তার তুহিনকে দেখা যায় তার সমর্থক ও সাধারণ মানুষকে বাধা না দেওয়ার অনুরোধ করছেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |