ঢাকাশনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

মামির সঙ্গে ভাগনের প্রেম, অতঃপর... 

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ , ১০:৪৯ এএম


loading/img
গ্রেপ্তারকৃত ব্যক্তি

শরীয়তপুরের সখিপুর থানার ডি এম খালি ইউনিয়নে মামি-ভাগনের পরকীয়ার জেরে খুন হলেন এক মামা। এ ঘটনায় অভিযুক্ত ভাগনেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১ মার্চ) সকালে মারা যান তিনি।

নিহত ব্যক্তি সখিপুর থানার ডি এম খালি ইউনিয়নের ওহাবঢালী কান্দি হাসু খানের ছেলে রুবেল খাঁন (২৮)।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত রাজিব গাইন একই ইউনিয়নের বাসিন্দা। 

জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি মামির সঙ্গে পরকীয়ার বিষয়টি নিয়ে মামা-ভাগনে মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মামা রুবেলের পেটে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন রাজিব। এতে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নিয়ে আসা হয় রুবেলকে। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ মার্চ) সকালে মারা যান তিনি।

ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, ভাগনের ছুরির আঘাতে মামা নিহত হয়েছেন। মামির সঙ্গে ভাগনের পরকীয়া চলছিল। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রাজিবকে ডি এম খালি ইউনিয়নের নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |