ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

প্রেমিকাকে নিয়ে পালানোর সময় গণধোলাই, হাসপাতালে প্রেমিকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ , ০৯:১৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

প্রেমিকাকে নিয়ে পালানোর সময় গণধোলাইয়ের শিকার হয়ে আরাফাত হোসেন ইমন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইমন উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরুল গ্রামের এমদাদ হোসেন খোকনের ছেলে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার বিকেল ৪টায় আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন এলাকায় প্রেমিকাকে নিয়ে পালানোর সময় গণধোলাইয়ের শিকার হন আরাফাত হোসেন ইমন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |