রংপুরে ট্রেনের ধাক্কায় রুম্পা বেগম (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মণ্ডলপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুম্পা নগরী মণ্ডলপাড়ার জিহাদ হোসেনের স্ত্রী।
বিজ্ঞাপন
রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে রেল লাইনের ওপরে ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন রুম্পা। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন রুম্পা। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।