ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন পুলিশ সদস্য

আরটিভি নিউজ

বুধবার, ০৮ মার্চ ২০২৩ , ০৮:২৮ এএম


loading/img
ফাইল ছবি

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন মো. মশিউর রহমান নামে এক পুলিশ সদস্য। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে কোতোয়ালি থানার বাবু বাজার সেতুর ওপর এ ঘটনা ঘটে। অজ্ঞান অবস্থায় তাকে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সদস্য মো. মশিউর রহমান ডিএম‌পির যাত্রাবাড়ী থানায় ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত। তার মেয়ে মোহতারিমা আরিফিন লোপা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা যায়, ভোরে ওই পুলিশ সদস্য কেরানীগঞ্জের বাসা থেকে স্ত্রী-সন্তানকে গাবতলী থেকে রংপুরের বাসে উঠিয়ে দিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। ওই সময় তাকে অজ্ঞান পার্টি নাকে রুমাল চেপে ধরে কাছে থাকা নগদ অর্থ হাতিয়ে নেয়। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।

বাবু বাজার পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ফাহেয়াত উদ্দিন রক্তিম জানান, মশিউর রহমান যাত্রাবাড়ী থানায় কর্মরত। তিনি বর্তমানে মিডফোর্ট হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |