ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

গুলিস্তানে বিস্ফোরণ

বন্ধুর দোকানে গিয়ে লাশ হলেন বাবুল

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বুধবার, ০৮ মার্চ ২০২৩ , ০৫:৩৬ পিএম


loading/img

রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মানিকগঞ্জের একজন নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বুধবার (৮ মার্চ) সকালে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। 

নিহত ব্যক্তি হলেন, মানিকগঞ্জের পৌর এলাকার চর বেউথা গ্রামের মৃত শেখ মো. সাহেব আলীর ছেলে ওবায়দুল হাসান বাবুল ওরফে বাবুল মোল্লা (৫৫)। তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। 

বিজ্ঞাপন

স্বজনরা জানান, বাবুলের এক ছেলে ও দুই মেয়ে। মেয়েদের বিয়ে হয়েছে। ছেলে মাদরাসায় লেখাপড়া করে। 

নিহত বাবুলের বন্ধু আবুল বাশার জানান, গুলিস্তানের সিদ্দিকবাজারের ওই ভবনের নিচতলায় তার ‘বিসমিল্লাহ স্যানেটারি’ নামে একটি দোকান আছে। শবেবরাত উপলক্ষে তাদের ১০ বন্ধুর টাঙ্গাইলে একটি ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার কথা ছিল। ট্রেনের টিকিট ছিল নিহত বাবুলের কাছে। বিকেলে বাবুল তার দোকানে এলে যাওয়ার বিষয়ে কথা হচ্ছিল। বাবুলকে দোকানে বসিয়ে রেখে ওয়াশরুমে যান তিনি। এ সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফিরে এসে ধ্বংসস্তূপের মধ্যে বন্ধুকে খুঁজতে থাকেন। না পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। কিন্তু ধ্বংসস্তূপে চাপা পড়ে বাবুলের মরদেহ বিকৃত হয়ে যায়। তার পরণের জুব্বা ও তসবি দেখে মরদেহ শনাক্ত করা হয়।

এদিকে বুধবার ভোর ৪টার দিকে তার মরদেহ বাড়িতে আনা হয়। বাড়ি আনার পথে পীরের দরবার শরীফ সিদ্দিক নগরে জানাজা পড়া হয়। পরে একই দিন সকাল ৯টায় বাড়ির পাশে চর বেউথা বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |