ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পিকনিকের জন্য ছাগল চুরি, আটক ৭ 

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ , ০২:৩৮ এএম


loading/img
ছবি : সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে মাইক্রোবাসে ছাগল চুরি করে পালানোর সময় ৭ কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। 

বিজ্ঞাপন

বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী টেপুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হচ্ছে-  আসিফ (১৪), রফিক (১৫), মোরসালিন (১৫), তানভীর (১৪), তাসিন (১৫), কাউসার (১৬) ও তাজেল (১৪)। তাদের সবার বাড়ি উপজেলার বালিজুড়ী ইউনিয়নে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার সুখনগরী এলাকার হেনা বেগম নামে এক নারীর দুটি ছাগল নিয়ে মাইক্রোবাসে পালাচ্ছিল সাতজন। এ সময় স্থানীয়রা মাইক্রোবাসের দরজার সঙ্গে রশি ঝুলে থাকতে দেখেন। স্থানীয়দের সন্দেহ হলে মোটরসাইকেল নিয়ে কয়েকজন মাইক্রোবাসটি ধরার চেষ্টা করেন। টেপুর মোড় এলাকার লোকজনকে ফোন করে মাইক্রোবাসটি আটকাতে বলেন। পরে টেপুর মোড়ের লোকজন মাইক্রোবাসটি আটক করে ভেতরে দুটি ছাগল দেখতে পায়।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার গণমাধ্যমকে বলেন, আটককৃতরা থানায় রয়েছে। বাদী অভিযোগ করলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আটককৃতদের সবার বয়স ১৬ বছরের কম। ছাগল নিয়ে তারা পিকনিক করতো। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |