• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

আখখেত থেকে কঙ্কাল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ মার্চ ২০২৩, ২০:০৯
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আখখেত থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ মার্চ) বিকেলে উপজেলার ধাইনগর ইউনিয়নের চানকার এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

ওই যুবক শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের বিরামপুর গ্রামের মো. লুটুর ছেলে। গত বছরের ২৭ জুন তিনি নিখোঁজ হন।

এদিকে আখখেত উদ্ধার কঙ্কালটি ৮ মাস আগে নিখোঁজ মো. আসাদুল্লাহর (২১) বলে দাবি করছেন তার স্বজনরা।

মো. লুটু আলী বলেন, আট মাস আগে আমার ছেলে নিখোঁজ হয়। পূর্ব শত্রুতার জেরে খেলতে যাওয়ার নাম করে তাকে গুম করে হত্যা করা হয়। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি, আদালতে মামলা করেছি। কিন্তু কোনো খবর পাইনি। গ্রামের লোকজন নিয়ে মাঠে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাইনি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রোকনুজ্জামান সরকার গণমাধ্যমকে বলেন, জরুরি সহায়তা সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করছে পিবিআই।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
সীমান্ত ঘেঁষে রাস্তা নির্মাণের প্রস্তুতি, বিজিবির সতর্ক অবস্থান
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু