নারী, শিশু ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় আগামী বাজেটে তামাকজাত পণ্যের ওপর অধিক হারে কর আরোপের দাবি জানিয়েছে ঢাকা আহছানিয়া মিশনসহ তামাক বিরোধী সংগঠনগুলো।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ঢাকার আহছানিয়া মিশনের সামনে মানববন্ধন করে এসব দাবি তোলা হয়। এতে বক্তব্য রাখেন ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ুম দুলাল, স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস এর লিড পলিসি অ্যাডভাইজর মোস্তাফিজুর রহমানসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, পরোক্ষ ধূমপানের স্বাস্থ্য ঝুঁকি কোনো অংশে কম নয়। গর্ভবতী অবস্থায় পরোক্ষ ধূমপানের প্রভাবে সন্তান জন্মের ২৪ ঘণ্টার মধ্যে মারা যেতে পারে। মৃত সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমনকি, মায়ের বুকের দুধও হ্রাস পেয়ে যায়।
শুধু নারীদের স্বাস্থ্য সুরক্ষাই নয়, তামাকজাত দ্রব্যের উপর অধিক হারে করারোপের মাধ্যমে প্রায় ১০ লাখ তরুণ-তরুণীকে তামাক ব্যবহার থেকে বিরত করা যাবে। এতে প্রায় ৫ লাখ তরুণ-তরুণীকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করা যাবে বলে জানায় বক্তারা।
তামাক গ্রহণের কারণে প্রতি বছর বিশ্বে ৮০ লাখ মানুষের মৃত্যু হয় দাবি করে বক্তারা বলেন, শুধু বাংলাদেশেই ১ লক্ষ ৬১ হাজার মানুষ মারা যায়। এর মধ্যে ১২ লাখ মানুষই প্যাসিভ স্মোকিং বা পরোক্ষ ধূমপানের শিকার।