ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পটুয়াখালীতে বিরল প্রজাতির মাছ জব্দ

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২০ মার্চ ২০২৩ , ১০:০৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে ১৫০ মন অবৈধ হাঙ্গর, ২০ পিচ শাপলাপাতা মাছ ও বিরল প্রজাতির ৪০ কেজি ওজনের ১ টি নাংলা শাপলাপাতা মাছ জব্দ করেছে নিজামপুর কোষ্টগার্ড। 

বিজ্ঞাপন

সোমবার (২০ মার্চ) বিকাল ৪টায় আলীপুর মৎস্য বন্দর সংলগ্ন শুটকি পল্লী থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মাটিতে পুতে ফেলা হয়। জব্দকৃত এসব মাছের অবৈধ বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহমুদ জানান, এসব মাছ কেটে শুটকি প্রক্রিয়াজাত করতে চেয়েছিল ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। তবে কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। নদী ও সাগরে কোষ্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |