ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

রাজধানীতে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ , ১০:৩২ পিএম


loading/img

রাজধানীর রামপুরায় ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে আটতলা থেকে পড়ে রাফসান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে রামপুরা এলাকায় এই ঘটনা ঘটে। 

শিশুটি পরিবারের সঙ্গে পূর্ব রামপুরার ২১৬/১ বাসায় থাকত। তাদের বাড়ি বরিশাল জেলার হিজলা থানার গঙ্গাপুর গ্রামে। তার বাবার নাম আব্দুর রবি। 

বিজ্ঞাপন

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিশুটি সালামবাদ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। বিকালে পাশের একটি বাসার আটতালা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। 

তিনি বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে তার সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |