ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ২

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৬ মার্চ ২০২৩ , ০২:৩৪ এএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজশাহীতে অভিনব কায়দায় ৩৩ কেজি ওজনের কষ্টিপাথরের পার্বতীর মূর্তি সংরক্ষণের সময় দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। 

বিজ্ঞাপন

শনিবার (২৫ মার্চ) দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে জহুরুল হক (৪৫) ও পুঠিয়া উপজেলার খলিফাপাড়া গ্রামের মৃত শের মোহাম্মদের ছেলে সম্রাট (১৬)। গ্রেপ্তারের সময় তাদের থেকে একটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী সদর কোম্পানির একটি দল রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে একটি পুরাতন কষ্টি পাথরের পার্বতী মূর্তিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা পাচারের জন্য মূর্তিটি দখলে রেখেছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য তাদেরকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |