ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

৩৪ লাখ টাকা মূল্যের মূর্তি ও কষ্টিপাথর উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৯ এপ্রিল ২০২৩ , ০৮:০৩ পিএম


loading/img
ছবি : আরটিভি

পঞ্চগড়ের বোদায় দুইটি কষ্টিপাথরের মূর্তি ও তিনটি কষ্টিপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য প্রায় ৩৪ লাখ টাকা।

বিজ্ঞাপন

রোববার (৯ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম বলেন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী বিজিবির বিশেষ টহল দল বলরামপুর গ্রামের একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে ১২ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি বিষ্ণু মূর্তি ও ৯ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বুদ্ধ মূর্তি এবং ২৩ কেজি ওজনের তিনটি কষ্টিপাথর উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। বিজিবি কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত মূর্তি ও পাথরগুলো প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |