ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

হাসপাতালে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

আরটিভি নিউজ

সোমবার, ২৭ মার্চ ২০২৩ , ০১:২৬ এএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে সাইকেল চোর সন্দেহে মো. মামুন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে হাসপাতাল চত্বরে যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই মাসুদ রানা অজ্ঞাতদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমার ভাই মামুন পল্লবী এলাকায় চা বিক্রি করতেন। মেয়েকে চিকিৎসার জন্য শেরেবাংলা নগর এলাকার ঢাকা শিশু হাসপাতালে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন মা এবং ভাবী। চিকিৎসা শেষে তাদেরকে গাড়িতে তুলে দিয়ে ভাই হাসপাতাল এলাকায় থেকে যান। সেখানে ভাইকে চোর সন্দেহে হাসপাতালের আনসার সদস্য ও অ্যাম্বুলেন্স চালকরা পিটিয়ে হত্যা করেছে। আমার ভাই চোর নয়। আমি হত্যায় জড়িতদের বিচার দাবি করছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মামুনকে হাসপাতালের বাইরে থেকে ধরে হাসপাতালের ভেতরে নিয়ে আনসার সদস্য ও অ্যাম্বুলেন্স চালকরা মারধর করে। সেখানেই তার মৃত্যু হয়।

শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আবদুল হাকিম বলেন, আমরা জানতে পেরেছি হাসপাতাল থেকে একটি সাইকেল চুরির সময় উপস্থিত জনতা মামুনকে মারধর করেছে।

বিজ্ঞাপন

হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে বলেন, নিহত যুবককে হাসপাতালের বাইরে থেকে মারতে মারতে ভেতরে নিয়ে আসা হয়। আনসার সদস্যরা বাধা দিলে তা উপেক্ষা করে লোকজন তাকে পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। 

শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, মামুন হাসপাতালে সাইকেল চুরি করতে গিয়েছিল এমন সন্দেহ লোকজন ধাওয়া করলে সে হাসপাতাল গেটের বাইরে চলে যায়। পরে অ্যাম্বুলেন্স চালক ও তাদের সহকারীরা এবং উপস্থিত লোকজন তাকে হাসপাতাল চত্বরে নিয়ে মারধর করে। সেখানে তার মৃত্যু হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |