ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১০ এপ্রিল ২০২৩ , ০৫:১২ পিএম


loading/img
ছবি : আরটিভি

কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় ১০দিন আগেই মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার দিয়েছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার (১০ এপ্রিল) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্তের কথা জানান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। 

তিনি বলেন, গত বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর কমে গেছে। মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষার্থে ১০ দিন আগেই হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ সময় মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি হ্রদের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নৌ পুলিশ মোতায়ন থাকবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |