• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২৩, ০৮:১৯
আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
ফাইল ছবি

বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হেলাল ব্যাপারী।

পুলিশ জানায়, বাটামারা ইউনিয়নের চয়কা গ্রামের হাজী ও আকন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে রাতে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় হেলাল ব্যাপারী নামে একজন ঘটনাস্থলে নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। কামাল ব্যাপারী নামে আরও একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মণ্ডল জানান, সোমবার সন্ধ্যায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ১২ ভারতীয় নিহত
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত