ঈদ উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও শুল্কস্টেশনে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছুটির ঘোষণা করা হয়।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, ঈদ উপলক্ষে ১৯ থেকে ২৭ এপ্রিল ও ২৮ এপ্রিল সাপ্তাহিক ছুটি শুক্রবারসহ ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৯ এপ্রিল থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে। অন্যদিকে ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীরা ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ জানান, বন্ধের বিষয়ে একটি চিঠি ভারতের চ্যাংড়াবান্ধার সিএনএফ ব্যবসায়ীদের পাঠানো হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর হাসান কবির জানান, ঈদে ১০ দিন বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার চালু থাকবে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন জানান, ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ১০ দিন বন্ধ থাকবে।