বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের ১০ মাস পরই তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) রাতে কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিভিন্ন অনৈতিক, অসাংগঠনিক ও অরাজনৈতিক কাজে জড়িত অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক, অসাংগঠনিক ও অরাজনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদনের আলোকে বরগুনা জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো। চিঠিতে বিএনপির বরিশাল বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হককে জেলার নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠনের প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনে আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগ উঠে। এসব অভিযোগের তদন্ত করে কেন্দ্রীয় বিএনপি। আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় বিএনপি বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করল।
এই বিষয়ে জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লা বলেন, জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ার বিষয়ে আমি কিছু জানি না। আমার কাছে কোনো চিঠি আসেনি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান বলেন, দল মনে করেছে, বরগুনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করার দরকার, তাই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এখানে অন্য কিছু নেই।
এর আগে, গত বছরের ৮ জুন কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বরগুনা জেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মাহবুব আলম ফারুক মোল্লাকে আহ্বায়ক এবং তারিকুজ্জামান টিটুকে সদস্য সচিব করা হয়। তারিকুজ্জামান চলতি বছরের ৮ জানুয়ারি চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।