ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পাটুরিয়া ঘাটে মানুষের স্রোত, ফেরি পারাপারে ভোগান্তি নেই  

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ , ১২:০৪ পিএম


loading/img

ঈদ উপলক্ষে পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। এ সময় ঘাটে যাত্রীদের চাপ বাড়লেও ফেরি পারাপারে কোনো ভোগান্তি নেই। 

বিজ্ঞাপন

শুক্রবার (২১ এপ্রিল) সকাল থেকেই ঘাটে ওই দৃশ্য দেখা যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) তথ্য অনুযায়ী, পাটুরিয়া ঘাট দিয়ে গত ২৪ ঘণ্টায় লক্ষাধিক মানুষ পার হয়েছেন। আরিচা ঘাট দিয়ে পার হয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ।

বিজ্ঞাপন

এদিকে বিরতিহীনভাবে ২০টি ফেরি দিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এতে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও কাউকে অপেক্ষায় থাকতে হচ্ছে না। তবে পাটুরিয়া হয়ে ৭৯২টি যাত্রীবাহী বাস, ৫৩৫টি মালবাহী ট্রাক, ১৮৮৯টি ছোট যানবাহনসহ ২৪৫০টি মোটরসাইকেল পার হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ মো. খালেদ নেওয়াজ জানান, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া ঘাট দিয়ে লক্ষাধিক ও আরিচা ঘাট দিয়ে অর্ধলক্ষাধিক যাত্রী পার হয়েছেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |