ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল নেমে পর্যটক নিহত 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ , ০৩:৪৯ পিএম


loading/img
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ এপ্রিল) ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টায় সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি চট্টগ্রামের পাঁচলাইশ শুল্লক বহর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে শাহাজাহান (৪০)।

বিজ্ঞাপন

নিহতের স্বজনদের বরাতে মোল্লা মোহাম্মদ শাহিন বলেন, মঙ্গলবার সকালে লাবণী পয়েন্টে পরিবারের সদস্যদের সঙ্গে শাহাজাহান গোসল করতে নামেন। এ সময় একপর্যায়ে স্রোতে ভেসে যান তিনি।

তিনি আরও জানান, খোঁজাখুঁজির কিছুক্ষণ পর পানিতে ভাসমান অবস্থায় শাহাজাহানকে পাওয়া যায়।  এ সময় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |