লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম খুনের মামলায় গ্রেপ্তার ৪ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে চীফ জুডিশিয়াল আদালতের বিচারক ভিক্টোরিয়া চাকমা এ আদেশ দেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. সবুজ, আজিজুর ইসলাম বাবলু, ইসমাইল হোসেন, রুবেল দেওয়ান। প্রত্যেক ব্যক্তির ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. বেলায়েত হোসেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থল ছুটে আসেন স্থানীয়রা। পরে স্থানীয়রা আহত নোমান ও রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নেন। হাসপাতালে তাদের মৃত্যু হয়। মাথায় ও মুখে গুলিবিদ্ধ হয়ে তারা মারা যান বলে জানান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারে হোসেন।
ঘটনার ২৭ ঘণ্টা পর চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জিহাদিকে প্রধান আসামি করে মামলা করা হয়। এতে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩৩ জনকে আসামি করা হয়।