চট্টগ্রাম থেকে কন্টেইনারে করে মালয়েশিয়া চলে যাওয়া কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের প্রতিবন্ধী কিশোর রাতুল মারা গেছেন।
শনিবার (২৯ এপ্রিল) মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তি হলেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে মো. রাতুল ইসলাম ফাহিম (১৪)।
জানা গেছে, ২০২২ সালের ১৩ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ জন রাতুল। গত ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া ‘এমভি ইন্টেগ্রা’ জাহাজের একটি খালি কনটেইনার মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে ১৬ জানুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দরে জাহাজের একটি খালি কনটেইনারের ভেতর থেকে মানুষের শব্দ শুনতে পান নাবিকরা। এরপরই কেলাং বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা।
এদিকে ১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটি জেটিতে এনে কনটেইনার খুলে ওই কিশোরকে উদ্ধার করা হয়। পরবর্তীতে টিভিতে প্রচারিত ছবি ও ভিডিও দেখে রাতুলকে শনাক্ত করে পরিবারের সদস্যরা। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় গত ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রাতুল।
রাতুলের বাবা ফারুক মিয়া জানান, শনিবার দুপুরে আমরা সবাই ধানের কাজে ব্যস্ত ছিলাম। এ সময় রাতুল একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, শনিবার দুপুরে ছেলেটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। সে সাঁতার জানত না।