ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে কলেজছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

বুধবার, ০৩ মে ২০২৩ , ০৭:৫৫ পিএম


loading/img
নিহত শাহরিয়ার রহমান বাদল

কুড়িগ্রামে মিষ্টি নিয়ে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলে দুর্ঘটনায় মোহাম্মদ শাহরিয়ার রহমান বাদল (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার বেলা ১১টায় উলিপুর-রাজারহাট সড়কে টিএনটি অফিস গেটের সামনে পাঠানপাড়া এলাকায় ঘটনা ঘটে।

বাদল পৌর শহরের নারিকেল বাড়ী কুড়ারপাড় এলাকার ফরিদুল ইসলাম বাবুর ছেলে ও উলিপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

বিজ্ঞাপন

জানা যায়, বাদল বুধবার বেলা ১১টায় উলিপুর শহর থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে টিঅ্যান্ডটি অফিস গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা দেখে হার্ড ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। স্থানীয়রা গুরুতর আহত বাদলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. ফারিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, অভিভাবকের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |