ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

লুডু খেলায় ব্যস্ত গেটম্যান, অল্পের জন্য রক্ষা পেল ‘দ্রুতযান’

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৩ মে ২০২৩ , ০১:৩৯ এএম


loading/img

দিনাজপুরের বিরামপুর রেল স্টেশন থেকে দুপুর ১২টা ৭ মিনিট ঢাকার উদ্দেশে ছেড়ে আসে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অতিক্রম করার সময় চালক ঘনঘন হুইসেল দিতে থাকেন। ওই এলাকার গেটম্যান সাইফুজ জামান তখন লুডু খেলায় ব্যস্ত থাকায় রেলক্রসিংয়ের দুপাশের ব্যারিয়ার নামাতে পারেননি।

বিজ্ঞাপন

ব্যস্ত মহাসড়কে দ্রুত গতিতে চলছে বাস, ট্রাক, মোটরসাইকেলসহ ইজিবাইক। স্থানীয় এক ব্যক্তি ট্রেন আসছে চিৎকার দিয়ে ওঠেন। প্রায় দুইশ গজ দূরে ট্রেনের ব্রেক চাপেন ট্রেনচালক মেহেদী হাসান। বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় ট্রেনের যাত্রী ও সড়কের দুপাশের দ্রুতগামী গাড়িসহ পথচারীরা।

শুক্রবার (১২ মে) দুপুরে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতার চিৎকারে ঘটনাস্থলে এসে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে রেলক্রসিংয়ে কিপিং গেট বন্ধ করেন গেটম্যান সাইফুজুজ্জামান। ১২টা ১৩ মিনিটে ট্রেনটি ঘোড়াঘাট রেলক্রসিং পার হয়ে ঢাকা অভিমুখে চলে যায়। এ সময় ট্রেনের যাত্রী ও পথচারীদের ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে বিশেষ ভূমিকা রাখায় ট্রেনের চালক মেহেদী হাসানকে স্থানীয় জনতা দূর থেকে হাত নেড়ে শুভেচ্ছা ও বাহবা জানান।

বিজ্ঞাপন

এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সেখানকার গেটম্যান সাইফুজ্জামানকে ধরে নিয়ে রেলক্রসিংয়ের পূর্বপাশে পাশের একটি দোকান ঘরের বারান্দার খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখেন। কিছুক্ষণ পরে সেখানে পুলিশ উপস্থিত হলে গেটম্যানের হাতের দড়ি খুলে দেন জনতা।

বিরামপুর রেল স্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ি শেষ অংশ থেকে হিলির শুরুর আগে ৭টি সড়কের রেললাইন ক্রসিং রয়েছে। এরমধ্যে মাত্র ৪টিতে গেটম্যান থাকলেও গেটম্যানের ভুলে অনেক সময় দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পরিবহন শ্রমিক সামসুল ইসলাম বলেন, গেটম্যান সাইফুজ্জামান গেট থেকে সরে গিয়ে লুডু খেলছিলেন। তিনি প্রায় সময়ই দায়িত্বে অবহেলা করেন। গত তিন দিন আগেও অল্পের জন্য এরকম একটি দুর্ঘটনা থেকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস বেঁচে গেছে।

বিজ্ঞাপন

তবে লুডু খেলার বিষয়টি অস্বীকার করে গেটম্যান সাইফুজ্জামান বলেন, আমি ডিউটি ঘরে বসে ছিলাম, খেলিনি। তবে সময় পেলে মাঝে মাঝে খেলি। সড়কে বাস-ট্রাকের অতিরিক্ত শব্দের কারণে আমি ট্রেনের হুইসেলও শুনতে পাইনি। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আসার বিষয়ে আমাকে বিরামপুর স্টেশনের গেটম্যান কোনো মেসেজ দেননি।

ট্রেনের চালক লোকো মাস্টার মেহেদী হাসান মুঠোফোনে বলেন, রেলক্রসিংয়ে যাওয়ার আগে দূর থেকেই হুইসেল দিয়ে থাকি। দূর থেকে সেখানে কোনো ক্রসিং ব্যারিয়ার দেখতে পাচ্ছিলাম না। অনেক বাস-ট্রাক চলতে দেখা যাচ্ছিল। গেটে পতাকা উড়তেও দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা ঘটতে পারে ভেবে আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে রেলক্রসিংয়ের সামনে ট্রেনটি থামাই।

জানতে চাইলে বিরামপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার (টিএলআর) মোজাম্মেল হক বলেন, পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন থেকে ১১টা ৫৯ মিনিটে ছেড়ে যায়। বিরামপুর স্টেশনের গেটম্যান শাহাজাহান আলী ট্রেন যাওয়ার খবরটি মোবাইলে দেওয়ার জন্য সাইফুজ্জামানকে কল দিয়েছিলেন। তাকে নাকি মোবাইলে পাওয়া যায়নি। মোবাইলে কল না পেলেও তো সময়মতো রেলক্রসিংয়ে ট্রেনের হুইসেল শুনতে পাওয়ার কথা। গেটম্যান সাইফুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্মপক্ষকে জানানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |