ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দুই নৌকার চাপে শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৪ মে ২০২৩ , ০৫:৩৯ এএম


loading/img
ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে দুই নৌকার চাপে পড়ে সুজন মিয়া (২২) নামে এক শ্রমিক মারা  গেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৩ মে) দুপুরে তাহিরপুরের যাদুকাটা নদীর লাউড়েরগড় গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহপুর গ্রামের শেখ আব্দুল জাহিদের ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, সুজন মিয়া যাদুকাটা নদীর লাউড়ের গড় এলাকা থেকে বারকি নৌকায় বালু নিয়ে মিয়ারচর এলাকায় যাচ্ছিল। এ সময় নদীতে ডুবে থাকা নৌকা থেকে বালু ভর্তি তার নৌকাকে নিরাপদ রাখতে নদীতে নামেন। পরে দুই নৌকার মাঝে চাপা পড়ে আহত হন সুজন মিয়া। শ্রমিকরা তাকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, বালু ভর্তি নৌকাকে রক্ষা করতে গিয়ে দুই নৌকার চাপায় সুজন মিয়া মারা গেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |