গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধানভর্তি ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২০ মে) কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১১টায় উপজেলার কোটালীপাড়া-রাজৈর সড়কের ছিকটিবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার ছিকটিবাড়ী গ্রামের হলধর বাড়ৈর ছেলে শশীভূষণ বাড়ৈ (৬০)।
ওসি মো. জিল্লুর রহমান জানান, শুক্রবার রাতে কোটালীপাড়া থেকে গাছভর্তি একটি নছিমন রাধাগঞ্জ যাচ্ছিল। এ সময় ধানভর্তি একটি ট্রাক পীড়ারবাড়ি থেকে কোটালীপাড়া আসছিল। যানবাহন দুটি ছিকটিবাড়িতে একটি আরেকটিকে সাইট দিতে গেলে ধানভর্তি ট্রাকটি রাস্তার পাশে একটি ঘরের ওপর গিয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শশীভূষণ নিহত হন।
তিনি আরও জানান, সংবাদ পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা ভোরের দিকে ট্রাক সরিয়ে মরদেহ উদ্ধার করে।