ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

পেঁয়াজের বস্তা নামাতে গিয়ে শ্রমিক নিহত 

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২০ মে ২০২৩ , ০৩:৩১ পিএম


loading/img

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় গোডাউন থেকে পেঁয়াজের বস্তা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (২০ মে) পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় পাটগ্রাম পৌরশহরের চৌরঙ্গী মোড় কাঁচামাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি রসুলগঞ্জের মৃত মনর উদদীন ছেলে ওমর ফারুক (৩৫)। 

বিজ্ঞাপন

জানা যায়, শনিবার সকালে মোতালেবের দোকানে পেঁয়াজের বস্তা নামানোর সময় টিনের বেড়ায় শরীর লেগে ফারুক বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম কাঁচামাল ব্যবসায়ী সভাপতি আবু সাঈদ জানান, শনিবার সকালে ভুলবশত বিদ্যুতের তার বাজারের ওই গোডাউনের ওপরে পড়লে এ ঘটনা ঘটে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, শনিবার সকালে চৌরঙ্গী মোড় কাঁচামাল বাজারে এ ঘটনা ঘটে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |