ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু

সোমবার, ২২ মে ২০২৩ , ০৮:৪৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও এক শ্রমিক।

বিজ্ঞাপন

সোমবার (২২ মে) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের বেটুয়ারমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কামালবাজার ইউনিয়নের হাজরাই গ্রামের আকমল আলীর ছেলে রুহেল আহমদ (২৫) ও একই এলাকার হাজরাই মাঝপাড়া গ্রামের মোখলেস মিয়ার ছেলে নুরুল ইসলাম (২১)।

বিজ্ঞাপন

দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পি পি এম বলেন, কয়েক শ্রমিক বেটুয়ারমুখ এলাকার আবুল মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। হঠাৎ করে ছাদ ধসে ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যান রুহেল ও নুরুল নামে দুই নির্মাণ শ্রমিক। মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |