বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে এবার নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২২ মে) সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় উপপরিদর্শক (এসআই) আরমান হোসেন মামলাটি দায়ের করেন। রোববার (২১ মে) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে পুঠিয়া থানায় মামলা দায়ের করেন।
উপ-কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম জানান, কাশিয়াডাঙ্গা থানায় বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১৯ মে) জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। পরে রোববার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ২২ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওতে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমার করব ইনশাআল্লাহ।’
মন্তব্য করুন