রাজউকের নেতৃত্বে উত্তরায় ৪ অবৈধ স্থাপনায় অভিযান

আরটিভি নিউজ

বুধবার, ২৪ মে ২০২৩ , ০৬:০০ পিএম


রাজউকের নেতৃত্বে উত্তরায় ৪টি অবৈধ স্থাপনায় অভিযান

রাজধানীতে চারটি ভবনে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজউক। জোন-৪/৩, রাজউকের আওতাধীন কসাইবাড়ি রেলগেট, মোল্লারটেক, দক্ষিণখান এলাকায় ৪টি স্থাপনায় মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ মে) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার, অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি, সহকারী অথরাইজড অফিসার মো. মতিউর রহমান, প্রধান ইমারত পরিদর্শকদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানের সময় ৪টি নির্মাণাধীন ইমারতের অবৈধ অংশ অপসারণ এবং রাস্তা প্রশস্ত করনের নিমিত্তে বাউন্ডারি ওয়াল অপসারণ করা হয়। এ ছাড়া সেসব ভবন মালিকদের থেকে ৬ লাখ টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান শেষে রাজউকের ১ নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিজা সারোয়ার বলেন, আমাদের এই উচ্ছেদ অভিযান চলবে। যেসব ভবন আমাদের নকশা অমান্য করে নির্মাণ করা হয়েছে, কিংবা যে সকল ভবনে বসবাস ঝুঁকিপূর্ণ অথবা যে সকল অবকাঠামো সড়কের জন্য নির্ধারিত জায়গা না রেখে নির্মাণ করা হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সেসব ভবনের সুনির্দিষ্ট অংশ অথবা ঝুঁকিপূর্ণ পুরো ভবন উচ্ছেদ করবে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাজউকের পরিকল্পনার বাইরে গিয়ে ভবন নির্মাণ করার কোনো সুযোগ নেই। আজকের অভিযানে আমরা কোনো ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলেছি, আবার কোথাও জরিমানা করেছি। নগদ ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা প্রতিনিয়ত এসব অভিযান পরিচালনা করব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission