ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত 

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৮ মে ২০২৩ , ০১:৩৫ পিএম


loading/img
ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২৮ মে) জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টার দিকে পৌর এলাকার লক্ষ্মীপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি একই উপজেলার আলীপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে আলাউদ্দিন (৫৫)। 

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে নাসির উদ্দিন মৃধা জানান, রোববার সকালে বাইসাইকেল নিয়ে মাঠের দিকে যাচ্ছিল আলাউদ্দিন। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজ্জাক হোসেনের মোটরসাইকেলের সঙ্গে তার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান আলাউদ্দিন। পরে মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত মোটরসাইকেল চালক রাজ্জাককে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক। 

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |