• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ইয়াবা ট্যাবলেটসহ কারারক্ষী গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ মে ২০২৩, ০৯:৪৯
ইয়াবা ট্যাবলেটসহ কারারক্ষী গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালী উপজেলায় ২৫টি ইয়াবা ট্যাবেলটসহ এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩০ মে) রাতে তাকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (৪২)। তিনি মাদক মামলায় চাকরি থেকে বরখাস্ত ছিলেন।

কাউখালী থানা পুলিশ সূত্র থেকে জানা যায়, এর আগেও জাহিদুল কাউখালীতে ২০০টি ইয়াবা ট্যাবলেট ও ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয়েছিল। এ ছাড়া তার বিরুদ্ধে পৃথকভাবে বরিশাল ও ঝালকাঠীতে তিনটি মাদক মামলা আছে। ওই সব মামলায় জাহিদুল চাকরি থেকে বরখাস্ত হন।

জেলা গোয়োন্দা (ডিবি) পুলিশের (দক্ষিণ) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জাহিদুলকে তার নিজ বাড়ির সামনে থেকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, মঙ্গলবার রাতে বরখাস্তকৃত এক কারারক্ষীকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাইকগাছায় ১৪ মামলার আসামী গ্রেপ্তার
সিরাজগঞ্জে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার
লালমনিরহাটে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার 
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ আরও ৮ মামলায় গ্রেপ্তার